সাস্ট ক্লাব লিমিটেড কর্তৃক আয়োজিত SUSTian Futsal tournament 2025 এর ফাইনাল খেলায় গুলশান ইউথ ক্লাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব তাবিথ আওয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সহ- সভাপতি জনাব ফাহাদ করিম, সাস্ট এলামনাই এসোসিয়েশনের উভয় কো- কনভেনর ড.মুজিবুর রহমান ও শাব্বির আহমদ চৌধুরী, টুর্নামেন্টের কনভেনর নজরুল ইসলাম, সাস্ট ক্লাবের সভাপতি আব্দুস ছালাম, সাস্ট ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহিন, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং খেলায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ ও অসংখ্য সমর্থনকারী।
সফলতার সঙ্গে টুর্নামেন্ট সম্পন্ন করতে সহযোগিতা ও উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই —
সব অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক ও অতিথিবৃন্দকে।
আপনাদের উদ্দীপনা ও অংশগ্রহণেই এই আয়োজন পেয়েছে অনন্য সাফল্য।
@SUST Club LTD


