সাস্ট ক্লাবের এডহক কমিটি গঠন করা হয়েছে।
এডহক কমিটি গঠনের সাথে সাথে ঘোষিত তফসিল স্থগিত হয়েছে এবং নির্বাচন কমিশন বিলুপ্ত হয়েছে। নীচের তিনটি কাজ এডহক কমিটিকে করতে হবেঃ1. পরবর্তী নির্বাচিত কমিটি না আসা পর্যন্ত ক্লাব পরিচালনার সকল দায়-দ্বায়িত্ব পালন করবে।
2. ট্যাক্স রিটার্ন দাখিল করে বিগত EGM এ সংবিধানে যে সকল সংশোধন করা হয়েছে তা RJSC’র অনুমোদন নিয়ে ক্লাবের কার্যক্রমে বৈধতা আনবে।
3. নতুন করে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যাবস্থা করবে।
1. এডহক কমিটির মেয়াদ হবে ৬ মাস।
2. এডহক কমিটির কোন সদস্য এই কমিটি কর্তৃক আয়োজিত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
3. এডহক কমিটির কারো রিউনিয়াল ফি বকেয়া থাকলে তা দ্বায়িত্ব নেয়ার সাথে সাথে পরিশোধ করবে।
4. এডহক কমিটি গঠনতন্ত্রে কোন পরিবর্তন আনবেনা।
5. এডহক কমিটি মেম্বারশিপ রিনিউয়াল ফি এবং নিউ মেম্বারশিপ ফি তে কোন পরিবর্তন আনবেনা।
6. এডহক কমিটি ফিক্সড ডিপোজিট করা ৪০ লাখ টাকা ভাঙবেনা।
গঠিত এডহক কমিটি নিম্নরুপ:
সভাপতি : আব্দুস ছালাম, অর্থনীতি, সাস্ট-০১ম ব্যাচ
সহ-সভাপতি : নূর এ আলম, রসায়ন, সাস্ট-০৩য় ব্যাচ
সাধারণ সম্পাদক : নাজমুল হুদা শাহিন, সমাজবিজ্ঞান, সাস্ট-১১তম ব্যাচ
যুগ্ম সাধারণ সম্পাদক : শেখ মো: আলমগীর হোসেন, নৃবিজ্ঞান, সাস্ট-১৪তম ব্যাচ
ট্রেজারার : মো: কামরুজজামান, অর্থনীতি, সাস্ট-৪থ ব্যাচ
সদস্য :
১. সৈয়দ সুলতান, সিএসই, সাস্ট-০৩য় ব্যাচ
২. প্রিন্স ওমর শরীফ সমাজবিজ্ঞান, সাস্ট-০৯ম ব্যাচ
৩. আবু সাঈদ, অর্থনীতি, সাস্ট-১০ম ব্যাচ
৪. আরিফুল হক শাপলা, সমাজবিজ্ঞান, সাস্ট-১৩ম ব্যাচ
৫. ফয়সল মাসুদ সাস্ট -সিএসই ১৩তম ব্যাচ
৬. বুলবুল আহমেদ, নৃবিজ্ঞান, সাস্ট-১৮তম ব্যাচ
