শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সাস্ট ক্লাব লিমিটেডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ফল উৎসবে মেতেছিলেন সাবেক শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা। শনিবার (২১ জুন) রাজধানীর ফ্লামেঙ্কো কনভেনশন সেন্টারে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক সাজেদুল করিম। উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। উৎসবে সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
সৈয়দ সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই উৎসবের অন্যতম পৃষ্টপোষক ছিলেন বিআইডাব্লিউটিএর উপ পরিচালক নূর হোসেন স্বপন এবং এনবিআরের কর্মকর্তা মেহেদী মাসুদ ফয়সাল।
সাবেক শিক্ষার্থীদের মধ্যে অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিকি, এনআইএমসির পরিচালক মো. নজরুল ইসলাম, ইউএস বাংলা এয়ারলাইন্সের ম্যানেজার কামরুল ইসলাম, ক্লাবের সাবেক সভাপতি মোখলেসুর রহমান, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, শাকসুর সাবেক জিএস হারুনুর রশীদ ও খুরশিদ আলম হিটু।
সাবেক শিক্ষার্থী সৈয়দ সুলতানের পরিচালনায় অনুষ্ঠানে ক্লবের পঞ্চম কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি নূর এ আলম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহীন, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান। সদস্যদের মধ্যে ছিলেন সৈয়দ সুলতান, প্রিন্স ওমর শরীফ, আবু সাঈদ, আরিফুল হক শাপলা, মেহেদী মাসুদ ফয়সাল ও বুলবুল আহমেদ। অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ॥



